রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | হেড-স্মিথের জোড়া সেঞ্চুরিতে চারশো পার অস্ট্রেলিয়ার, বুমরার পাঁচেও চাপে ভারত

KM | ১৫ ডিসেম্বর ২০২৪ ০৮ : ২৮Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: দিনের শুরু দেখে সবসময়ে বোঝা যায় না দিনটা কেমন যাবে। ব্রিসেবেনের সকাল গড়িয়ে দুপুর, দুপুর থেকে বিকেল দেখার পরে তেমনটা মনে হওয়াই স্বাভাবিক। শুরুতে বুমরা ধাক্কা দিলেও দিন যত গড়াতে থাকে, ততই অজি ব্যাটারদের দাপট বাড়ে। দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া বেশ ভাল জায়গায়। ট্র্যাভিস হেড ও স্টিভ স্মিথের সেঞ্চুরির সৌজন্যে ৭ উইকেটে ৪০৫ রান করেছে অজিরা। টিম ইন্ডিয়া ব্যাকফুটে বললেও অত্যুক্তি করা হবে না।

ট্র্যাভিস হেড ফের সেঞ্চুরি হাঁকান। শতরান পান স্টিভ স্মিথও। হেড করেন ১৫২ রান। স্মিথ খেলেন ১০১ রানের ইনিংস। এই দুই অজি ব্যাটার অস্ট্রেলিয়াকে পৌঁছে দেন নিরাপদ জায়গায়। বুমরা পাঁচ-পাঁচটি উইকেট নেন। ভারতীয় বোলিংয়ের নেতৃত্বে তিনিই। কিন্তু বুমরার পক্ষেও অস্ট্রেলিয়ার এই রানের গতি থামানো সম্ভব হয়নি। ব্রিসবেনে একা বুমরা বনাম অস্ট্রেলিয়ার লড়াই চলল। 

অ্যাডিলেডে হেড একাই ম্যাচ নিয়ে চলে গিয়েছিলেন তিনি। এদিন চাপের মুখে হেড আবার সেঞ্চুরি হাঁকালেন। তাঁকে যোগ্য সঙ্গত করলেন স্টিভ স্মিথ। চা পানের বিরতির সময়ে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ২৩৪। হেড অপরাজিত ছিলেন ১০৩ রানে। স্মিথ ক্রিজে ছিলেন ৬৫ রানে। এই দুই ব্যাটার জুটিতে ২৪১ রান জোড়েন। হেডের ক্যাচ ফেলেন রোহিত শর্মা। জীবন ফিরে পেয়ে হেড দেড়শো রান করেন।  

পঞ্চাশ ওভারের বিশ্বকাপ ফাইনাল থেকে বেজড ভোগাচ্ছেন ভারতীয় দলকে। একার হাতে বিশ্বকাপে ভারতের স্বপ্ন ধূলিসাৎ করেছিলেন তিনি।  অ্যাডিলেড ওভালে তাঁর ও মহম্মদ সিরাজকে নিয়ে কতই না কালি খরচ হয়েছে। হেডকে কিছুতেই বাগে আনা  যায়নি। ব্রিসবেনেও হেড ম্যাজিক দেখান।  

অথচ দিনের শুরুতে অস্ট্রেলিয়া শিবিরে আক্রমণ নিয়ে যান বুমরা। দ্রুত অস্ট্রেলিয়ার দুটো উইকেট ফেলে দেন তিনি। যখনই ভারতের উইকেটের দরকার পড়েছে, তখনই উইকেট নিয়েছেন। কিন্তু স্টিভ স্মিথ ও  ট্র্যাভিস হেড ভারতের সাজঘরের দিকে ঝুঁকে পড়া ম্যাচ নিয়ে যান নিজেদের দিকে।  

ব্রিসবেন টেস্টের প্রথম দিন বৃষ্টির চোখরাঙানি ছিল। গাব্বা টেস্টের প্রথম দিন খেলা হয়েছে মাত্র ১৩.‌২ ওভার। ম্যাচে ব্যাঘাত ঘটিয়েছে বৃষ্টি। বৃষ্টি আর থামেইনি। ফলে খেলা শুরু করা আর সম্ভব হয়নি। প্রথম দিনের শেষে অস্ট্রেলয়ার রান ছিল বিনা উইকেটে ২৮। দ্বিতীয় দিনে বুমরার বলে ২১ রানে পন্থের হাতে ক্যাচ দিয়ে ফেরেন খাওয়াজা। অস্ট্রেলিয়ার রান তখন এক উইকেটে ৩১। 

বুমরার দ্বিতীয় শিকার ওপেনার ম্যাকসুইনি (৯)। তাঁর বলে দ্বিতীয় স্লিপে কোহলির হাতে ধরা পড়েন এই অজি ওপেনার। মাত্র সাত রানের ব্যবধানে দ্বিতীয় উইকেটটি যায় অস্ট্রেলিয়ার। 

বুমরার জোড়া ধাক্কা সামলে অস্ট্রেলিয়া ইনিংস সামলানোর কাজ শুরু করে। স্টিভ স্মিথ ও লাবুশেন। দু'জনে ৩৭ রান জোড়ার পরে অস্ট্রেলিয়ার ইনিংসে ধাক্কা দেন নীতীশ কুমার। অফস্টাম্পের বাইরের বলে চালাতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন লাবুশেন। তাঁর ক্যাচ ধরেন কোহলি। 

কিন্তু স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেড ধীরে ধীরে তাঁদের উপর চেপে বসা পাথর সরালেন। পালটা আক্রমণ করে ভারতীয়দেরই ব্যাকফুটে ঠেলে দিলেন। সেঞ্চুরি তো করলেনই, অজিদের বসিয়ে দিলেন বেশ ভাল জায়গায়। 


IndiavsAustraliaCricketJaspritBumrah

নানান খবর

নানান খবর

ঝলসে উঠল সূর্যর তেজ, সূর্যবংশীর স্বপ্নের অভিষেক দেখতে জেবে বসে ছিলেন গুগল সিইও

মেসির ম্যাচে উপচে পড়া ভিড় মাঠে, ম্যাচে জিতে ইন্টার মায়ামি সেই অপরাজিতই

আইপিএলের এল ক্লাসিকো, চেন্নাইয়ের বিরুদ্ধে মুম্বই পাচ্ছে না ৩৭ বছরের তারকাকে

পিছিয়ে পড়ে অবিশ্বাস্য জয় বার্সার, শেষ ল্যাপে এসে মরিয়া কামড় রাফিনিয়াদের

চার্চিলই চ্যাম্পিয়ন, ফেডারেশনের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাবে ইন্টার কাশি

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি 

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

সোশ্যাল মিডিয়া